Thursday, January 5, 2012

Hydrological Modeling [Part 1]

গ্রাজুয়েশনের শেষ সেমিস্টার কিংবা মাস্টার্সের কোর্স ওয়ার্ক শেষ করার পর যে বিষয় গুলো মাথায় ঘুর পাক খায় সে গুলোর মাঝে কি নিয়ে থিসিস করব? কি কি সফটওয়্যার ব্যবহার করব? ডাটা পাব কোথায়? যে বিষয়টা নিয়ে গবেষণা করব তার পরবর্তী চাকরি কিংবা উচ্চ শিক্ষার সুযোগ থাকবে কিনা এগুলো অন্যতম। আমি নিজেও মাথা চুলকাতে চুলকাতে হলে এসেছি, এটা শুধু বাংলাদেশে না বিদেশে এসেও দেখেছি শেষ সেমিস্টারের স্টুডেন্টদের মাঝে বন্ধুদের সাথে আলাপ করতে। এসব প্রশ্নের উত্তর হিসাবে একটা চমৎকার বিষয় হতে পারে ‘ হাইড্রলযিক্যল মডেলিং’

যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় এবং পরিবেশ অধিদপ্তরের অর্থায়নে ‘Soil and Water Assessment Tool (SWAT)’ নামে একটা গানিতিক মডেল তৈরি করে যেটা ব্যবহার করে প্রথম দিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে নদীর পানির প্রবাহজনিত বেশিরভাগ সিদ্ধান্ত নেয়া হয় [1]। প্রসঙ্গত নদীর পানির প্রবাহ নিয়ন্ত্রন একটি অত্যন্ত গুরুত্ব পূর্ণ কাজ কারন বৃষ্টিপাতের ফলে আমরা নির্ণয় করতে পারি নদীর প্রবাহ কতটুকু বাড়বে, বন্যা হবার সম্ভবনা কতটুকু? আবার খড়ার সময় আমরা নির্ধারণ করতে পারি কতোটুকু পানি সেচ কাজে ব্যাবহার করা যাবে কিংবা রিজার্ভারে রেখে পানি সরবরাহ করা যাবে দৈনন্দিন কাজে ব্যাবহারের জন্য। 

বৈজ্ঞানিক প্রকাশনার ওয়েব সাইট আই এস আই ওয়েব অফ সায়েন্স এ SWAT মডেল ব্যবহার করা মোট ৯১৯টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। SWAT মডেল বহুল ব্যবহৃত হবার মূল কারন এটি ওপেনসোর্স। ভারত তার বেশকটা নদী এই সফটওয়্যার দিয়ে মডেল করে রেখেছে [৩] এবং নতুন নতুন প্রজেক্ট তৈরি করছে [৪]। এই সফটওয়্যারটি উন্নত দেশে যেমন ব্যবহার হয় ওপেনসোর্স হবার ফলে গরিব দেশেও এর প্রসারতা ব্যপক হারে বৃদ্ধি পাচ্ছে [৫]। প্রতি বছর টেক্সাস বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের পরিবেশ অধিদপ্তর সম্মিলিত ভাবে এর ব্যবহারকারিদের একটা বাৎসরিক সম্মেলন করে থাকে। ২০১২ সালে প্রথম বারের মতো বাৎসরিক সম্মেলন হবে ভারতের দিল্লিতে []


‘ হাইড্রলযিক্যল মডেলিং’ বিষয়টাকে আমরা একটা জাদুর বাক্স হিসাবে ধরে নিতে পারি এখানে ইনপুট হিসাবে দেয়া হবে বৃষ্টিপাত আর তাপমাত্রা। জাদুর মেশিন নানান রকম হিসাব নিকাশ করে আমাকে দিবে পানির প্রবাহ। ব্যাস হয়ে গেল, আমরা যদি পানির প্রবাহ নিয়ন্ত্রন করতে পারি তাহলেতো অনেক সমস্যারই সমাধান হয়ে যায়। কিন্তু বিষয়টা অত সহজ না কারন জাদুর মেশিন আমাকে একটা প্রবাহ দিবে কিন্তু এই প্রবাহ কতটুকু নির্ভর যোগ্য ? মেশিনতো ভুলও দিতে পারে সেক্ষেত্রে আমারা দু-একটা গুরুত্বপূর্ণ জায়গায় প্রবাহ মেপে জাদুর মেশিনে দেয়া প্রবাহের সাথে তুলনা করতে পারি।

উপরে উল্লেখিত চার্ট দেখে বলা যায় প্রথম চিত্রটিতে মডেল থেকে প্রাপ্ত প্রবাহ পরিমাপকৃত প্রবাহের সাথে মিল নেই কিন্তু দ্বিতীয় চিত্রটিতে মডেল থকে প্রাপ্ত প্রবাহ এবং পরিমাপকৃত প্রবাহ খুব কাছাকাছি। প্রথম চিত্রটি থেকে দ্বিতীয় চিত্রের মতো আসতে হলে আমদের সেই জাদুর মেশিনের সমীকরণ গুলাকে জাচাই বাছাই করতে হবে যেটাকে আমরা বলব ক্যলিব্রেশন [২]

সংযুক্তিঃ
[১]
[২]
[৩]
[৪]

কেমন হচ্ছে অনুগ্রহ করে জানায়েন..