পড়ালেখা


ইন্টারনেট থেকে ফ্রি ডাটা সংগ্রহ [ভূগোল-পরিবেশ-পানিসম্পদ বিষয়ে গবেষণা সহায়ক] 

শুরুর দিকের কথা
প্রথমে কয়টা টুকরো ঘটনাঃ
[A] কিছুদিন আগে আমাদের এক প্রফেসর (ড স্মিথ) ভারত শ্রিলঙ্কা আর বাংলাদেশ ঘুরে এসে আমাকে বলল তোমাদের দেশের সরকারি অফিসের গবেষকদের একটা ব্যাপার লক্ষ্য করলাম যে উনারা নেটে ঠিক মতো খুজাখুজি না করেই নাই নাইকরেন। প্রফেসর স্মিথের এই গল্পটা আমার ভালো লাগেনি কিন্ত আমি জানি এটা সত্য কথা। 

[B] ২০১০ সালের শুরুর দিকের কথা, সবে মাত্র মাস্টার্স শেষ করেছি বেলজিয়াম থেকে, জেনেভায় পি এইচ ডি করেতে এসে সবচেয়ে বড় যে চ্যালাঞ্জে পড়তে হয়েছে তা হচ্ছে ৩ জন সাউথ আমেরিকান স্টুডেন্ট কে তাদের মাস্টার্সের কাজে একটা হাইড্রলজিক মডেল তৈরি করতে সাহায্য করা, যাদের হাতে কোন ডাটা নাই। ইন্টারনেটই একমাত্র ভরসা।

[C] বাংলাদেশ থেকে পরিবেশ বিষয়ক জার্নালে গবেষণা পত্র আসলে আমাদের ডিপার্টমেন্ট আমাকে দিয়ে রিভিউ করতে দেয় বেশির ভাগ ক্ষেত্রে আমি দেখেছি স্টাডি এরিয়া ম্যাপ কাগজে ছাপানো ম্যাপের স্কেন কপি যেটা খুব দৃষ্টিকটু লাগেএক্ষেত্রে চাইলেই কিন্ত আমরা ডিজিটাল ম্যাপ তৈরি করতে পারি ইন্টারনেট থেকে প্রাপ্ত ডাটা নিয়ে

আমারা অনেকেই জানি ইন্টারনেটে বিভিন্ন সাইটে ভৌগলিক ডাটা পাওয়া যায় তাদের মাঝে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সম্পর্কিত সংস্থা [USGS] ইউরোপীয় মহাকাশ সংস্থা [ESA] জাতিসংঘের বিভিন্ন সংস্থা অন্যতম। কিন্ত ঠিক কোন সাইট থেকে সহজে পাওয়া যাবে , কিভাবে কাজে লাগানো যাবে খুজাখুজি করতে অনেক সময় চলে যায়। মাঝে মাঝে এত বেশি ডাটা থাকে যে আমাদের প্রয়োজনীয় ডাটা খুজে পেতে অনেক সমস্যা হয়। এই পোস্টে যে ডাটা গুলো নিয়ে আলকপাত করবো তার তালিকা দেয়া হলঃ

[১] ভৌগলিক ম্যাপ [ Shape File]
[২] টোপোগ্রাফিক ম্যাপ [DEM]
[৩] .....
[]



No comments: